মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৩৮
প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন: একদা আমি ঘুমাইয়া ছিলাম, (স্বপ্নে দেখিলাম যে, লোকদিগকে আমার সম্মুখে উপস্থিত করা হইতেছে। তাহাদের গায়ে জামা ছিল। তাহাদের কাহারও জামা বুক পর্যন্ত পৌঁছিয়াছিল। আবার কাহারও জামা ছিল উহার নীচে। ইহার পর আমার সম্মুখে ওমর ইবনুল খাত্তাবকে উপস্থিত করা হয়। তাহার গায়ে এইরূপ একটি লম্বা জামা ছিল যে, তিনি তাহা হেঁচড়াইয়া চলিতেছিলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আপনি ইহার তাবীর কি করিয়াছেন? তিনি বলিলেন, ইহা হইল দ্বীন। মোত্তাঃ
وَعَنِ اَبِیْ سَعِیْدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ وَعُرِضَ عَلَيَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ» قَالُوا: فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الدِّينَ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

জামা-কাপড় যেমন মানুষের আবরুর হেফাযত করে, তেমনি দ্বীনে হক আল্লাহর সম্মুখে মানুষের আবরুর হেফাযত করিয়া তাহাকে জাহান্নামের আযাব হইতে রক্ষা করে এবং অন্যায় ও অপকর্ম হইতেও বিরত রাখে। তাই নবী (ﷺ) জামার তা'বীর করিয়াছেন; "দ্বীন-ইসলাম।” বস্তুত ওমরের মধ্যে এই গুণ সর্বাধিক বিদ্যমান ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৩৮ | মুসলিম বাংলা