মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০২৬
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেকোন ব্যক্তি আমাদের প্রতি যেই কোন প্রকারের এহসান করিয়াছে, আমরা উহার প্রতিদান দিয়াছি, আবু বকরের এহসান ব্যতীত। তিনি আমাদের প্রতি যেই এহসান করিয়াছেন, আল্লাহ্ তা'আলাই কিয়ামতের দিন তাঁহাকে উহার প্রতিদান প্রদান করিবেন। আর কাহারও মাল-সম্পদ আমাকে ততখানি উপকৃত করিতে পারে নাই, যতখানি আবু বকরের মাল আমাকে উপকৃত করিয়াছে। আর আমি যদি (আল্লাহ্ ছাড়া অন্য কাহাকেও) খলীল বা অন্তরং্গ বন্ধুরূপে গ্রহণ করিতাম, তাহা হইলে আবু বকরকেই অন্তরং্গ বন্ধুরূপে গ্রহণ করিতাম। জানিয়া রাখ ! তোমাদের সঙ্গী [অর্থাৎ, নবী (ﷺ)] আল্লাহ্ই খলীল (বন্ধু)। — তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِأَحَدٍ عِنْدَنَا يَدٌ إِلَّا وَقَدْ كَافَيْنَاهُ مَا خَلَا أَبَا بَكْرٍ فَإِنَّ لَهُ عِنْدَنَا يَدًا يُكَافِيهِ اللَّهُ بهَا يومَ الْقِيَامَة وَمَا نَفَعَنِي مَالٌ قَطُّ مَا نَفَعَنِي مَالُ أَبِي بَكْرٍ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا أَلَا وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০২৬ | মুসলিম বাংলা