মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০২৩
প্রথম অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৩। হযরত আমর ইবনুল আস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে (সপ্তম হিজরীতে) যাতুসসালাসিল (অভিযান)-এর সৈন্যবাহিনীর উপর আমীর নিযুক্ত করিয়া পাঠাইলেন। (তিনি বলেন, আমি ফিরিয়া আসিয়া নবী (ছাঃ)-এর নিকট গেলাম এবং জিজ্ঞাসা করিলাম, মানুষের মধ্যে কোন্ লোকটি আপনার কাছে সর্বাধিক প্রিয়। তিনি বলিলেন: আয়েশা। আমি বলিলাম, পুরুষের মধ্যে? তিনি বলিলেন, তাহার পিতা। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তারপর কোন্ লোকটি। তিনি বলিলেন, ওমর। অতঃপর আমি এইভাবে জিজ্ঞাসা করিতে থাকিলে তিনি আরও কয়েকজন লোকের নাম উল্লেখ করিলেন। ইহার পর আমি চুপ হইয়া গেলাম এই আশংকায় যে, সম্ভবত আমার নাম সকলের শেষে পড়িয়া যাইবে। —মোত্তাঃ
وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السَّلَاسِلِ قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ» . قُلْتُ: مِنِ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا» . قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «عُمَرُ» . فَعَدَّ رِجَالًا فَسَكَتُّ مَخَافَةَ أَنْ يَجْعَلَنِي فِي آخِرهم. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

السلاسل সম্বন্ধে কাযী ইয়ায বলেন, উহা এমন একটি ভূমি, যাহার বালি-কংকর পরস্পর সংযুক্ত ছিল, অথবা শত্রুসেনার কয়েকজন একই রশি বা শিকলে আবদ্ধ থাকিয়া রণক্ষেত্রে অবতরণ করিয়াছিল, যেন কেহই পলায়ন করিতে না করিতে না পারে। তাই সেই যুদ্ধ “যাতুস্ সালাসিল” নামে আখ্যায়িত হয়।
মিসর বিজেতা হযরত আমর ইবনুল আস ধারণা করিয়াছিলেন; হযরত আবু বকর, ওমর প্রমুখ ব্যক্তিত্বসম্পন্ন মনীষী বিদ্যমান থাকা সত্ত্বেও তাহাকে যখন এই যুদ্ধে সেনাপতি নিযুক্ত করা হইল, তবে তিনিই রাসূলুল্লাহর প্রিয়তম ব্যক্তি। তাই রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করিয়াছিলেন। আর যখন বুঝিতে পারিলেন, 'তিনি হিসারেরও বাহিরে,' তখন চুপ হইয়া গেলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০২৩ | মুসলিম বাংলা