মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০২২
প্রথম অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২২। হযরত জুবায়র ইবনে মুতয়েম (রাঃ) বলেন, একদা জনৈক মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল এবং তাহার সাথে কোন বিষয়ে কথাবার্তা বলিল। নবী (ছাঃ) তাহাকে পুনরায় আসিতে বলিলেন। তখন মহিলাটি বলিল, ইয়া রাসুলাল্লাহ্! আচ্ছা বলুন তো, আমি আবার আসিয়া যদি আপনাকে না পাই, তখন কি করিব। (বর্ণনাকারী বলেন,) মহিলাটি যেন নবী (ছাঃ)-এর ইনতেকালের দিকে ইংগিত করিতেছিল। উত্তরে তিনি বলিলেনঃ তুমি যদি আমাকে না পাও, তবে আবু বকরের নিকট আসিও। --মোত্তাঃ
وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ فَكَلَّمَتْهُ فِي شَيْءٍ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ؟ كَأَنَّهَا تُرِيدُ الْمَوْتَ. قَالَ: «فَإِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ইংগিত রহিয়াছে যে, নবী (ﷺ)-এর পর আবু বকর (রাঃ)-ই তাহার স্থলাভিষিক্ত খলীফা হইবেন। অতএব তিনি তাঁহার অবর্তমানে প্রয়োজনবোধে আবু বকরের সহিত যোগাযোগ করার পরামর্শ দিয়াছেন।
