মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০২১
প্রথম অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২১। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার (ওফাতের) রোগশয্যায় আমাকে বলিলেনঃ তোমার পিতা আবু বকর এবং তোমার ভাই (আব্দুর রহমান)-কে আমার কাছে ডাকিয়া আন, আমি তাহাদিগকে বিশেষ একটি লেখা লেখিয়া দিব। (অর্থাৎ, লেখিয়া লইতে আদেশ করিব। কেননা, আমার ভয় হইতেছে যে, (খেলাফতের) কোন অভিলাষী অভিলাষ পোষণ করিয়া বসিতে পারে এবং কোন ব্যক্তি এই দাবী করিয়া বসিতে পারে, (খেলাফতের) আমিই হকদার, অথচ সে উহার হকদার নহে। আল্লাহ্ এবং ঈমানদার লোকেরা আবু বকর ব্যতীত অন্য কাহারও খেলাফত মানিয়া লইবেন না। মুসলিম।
আর হোমাইদীর কিতাবে انا ولا এর পরিবর্তে انا اولى (আমিই যোগ্যতম) বর্ণিত হইয়াছে।
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ: ادْعِي لِي أَبَا بَكْرٍ أَبَاكِ وَأَخَاكِ حَتَّى أَكْتُبَ كِتَابًا فَإِنِّي أَخَافُ أَنْ يَتَمَنَّى مُتَمَنٍّ وَيَقُولَ قَائِلٌ: أَنَا وَلَا وَيَأْبَى اللَّهُ وَالْمُؤْمِنُونَ إِلَّا أَبَا بَكْرٍ «. رَوَاهُ مُسْلِمٌ وَفِي» كِتَابِ الْحميدِي : «أَنا أولى» بدل «أَنا وَلَا»

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ এবং ঈমানদারগণ যাহা গ্রহণ করিবেন না, তাহা কখনও বাস্তবায়িত হইবে না। এই নিশ্চিত ধারণায় নবী (ﷺ) আবু বকরের জন্য খেলাফত লেখাইয়া যান নাই। আল্লামা নববী বলিয়াছেন, আবু বকরের খেলাফত সম্পর্কে নবী (ﷺ) সুস্পষ্ট কিছু না বলিলেও সাহাবাদের ঐক্যমতেই তিনি খলীফা নির্বাচিত হইয়াছেন। তবে মুনাফেক, রাফেযী, খারেজী ও শিয়া সম্প্রদায়ই কেবল ইহার বিরোধিতা করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০২১ | মুসলিম বাংলা