মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০১৮
তৃতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৮। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, আমি আমার পরওয়ারদেগারকে আমার ওফাতের পর আমার সাহাবীদের মধ্যে মতবিরোধ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি ওহীর মাধ্যমে আমাকে জানাইয়া দিলেন, হে মুহাম্মাদ। আমার নিকট তোমার সাহাবীদের মর্যাদা হইল–আসমানের তারকারাজির ন্যায়। উহার একটি আরেকটি হইতে অধিক উজ্জ্বল। অথচ প্রত্যেকটির মধ্যে আলো রহিয়াছে। সুতরাং তাহাদের (সাহাবীদের) মতভেদ হইতে যেকোন ব্যক্তি কোন একটি অভিমত গ্রহণ করিবে, সে আমার কাছে হেদায়তের উপর প্রতিষ্ঠিত। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিয়াছেন, আমার সাহাবীগণ হইলেন তারকারাজির সদৃশ। অতএব, তোমরা তাহাদের যে কাহাকেও অনুকরণ করিবে হেদায়ত পাইবে। —রাযীন
وَعَن عمر بن الْخطاب قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَأَلْتُ رَبِّي عَنِ اخْتِلَافِ أَصْحَابِي مِنْ بَعْدِي فَأَوْحَى إِلَيَّ: يَا مُحَمَّدُ إِنَّ أَصْحَابَكَ عِنْدِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ بَعْضُهَا أَقْوَى مِنْ بَعْضٍ وَلِكُلٍّ نُورٌ فَمَنْ أَخَذَ بِشَيْءٍ مِمَّا هُمْ عَلَيْهِ مِنِ اخْتِلَافِهِمْ فَهُوَ عِنْدِي عَلَى هُدًى قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصْحَابِي كَالنُّجُومِ فَبِأَيِّهِمُ اقْتَدَيْتُمْ اهْتَدَيْتُمْ» . رَوَاهُ رزين
