মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০১৭
তৃতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা ঐ সমস্ত লোকদিগকে দেখিবে, যাহারা আমার সাহাবীদিগকে গাল-মন্দ করে, তখন তোমরা বলিবে, তোমাদের প্রতি আল্লাহর লানত তোমাদের এই মন্দ আচরণের জন্য। – তিরমিযী
اَلْفصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِذا رَأَيْتُمْ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شركم . رَوَاهُ التِّرْمِذِيّ
