মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০০৮
প্রথম অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০০৮। হযরত আবু বুরদা (রাঃ) তাঁহার পিতা [হযরত আবু মুসা আশআরী (রাঃ)] হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা তুলিয়া তাকাইলেন। বস্তুত তিনি প্রায়শ (ওহীর অপেক্ষায়) আসমানের দিকে মাথা তুলিয়া দেখিতেন। অতঃপর বলিলেন: তারকারাজি (চন্দ্র-সূর্যসমেত) আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। যেইদিন এই সমস্ত গ্রহগুলি চলিয়া যাইবে, সেইদিন আসমানে তাহাই ঘটিবে, যাহার প্রতিশ্রুতি পূর্বেই দেওয়া হইয়াছে, (অর্থাৎ, ধ্বংস হইয়া যাইবে।) আর আমি হইলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তাস্বরূপ। সুতরাং আমি যখন চলিয়া যাইব, তখন আমার সাহাবীদের মধ্যে তাহাই সংঘটিত হইবে, যাহার প্রতিশ্রুতি পূর্বেই দেওয়া হইয়াছে। (অর্থাৎ, তাহাদের মধ্যে ফেত্‌না ও যুদ্ধ-বিগ্রহ দেখা দিবে।) আর আমার সাহাবীগণ হইলেন আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। যখন আমার সাহাবীগণ চলিয়া যাইবেন, তখন আমার উম্মতের উপর তাহাই নামিয়া আসিবে, পূর্বেই যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে। (অর্থাৎ, বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বৃদ্ধি পাইবে।) — মুসলিম
وَعَن أبي بردة عَن أَبيه قَالَ: رَفَعَ - يَعْنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم - رَأسه إِلَى السَّمَاء وَكَانَ كثيرا مَا يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ. فَقَالَ: «النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومَ أَتَى السَّمَاءَ مَا توعَدُ وَأَنا أَمَنةٌ لِأَصْحَابِي فَإِذَا ذَهَبْتُ أَنَا أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمتي مَا يُوعَدُون» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০০৮ | মুসলিম বাংলা