মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০০৯
প্রথম অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০০৯। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন: মানুষের উপর এমন এক সময় আসিবে যে, বহুসংখ্যক লোক জেহাদে যোগদান করিবে। তখন তাহারা পরস্পর জিজ্ঞাসা করিবে, তোমাদের মাঝে কি এমন কোন লোক আছেন, যিনি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করিয়াছেন? তাহারা বলিবে, হ্যাঁ, আছেন। তখন (উক্ত সাহাবীর বরকতে তাহাদিগকে বিজয় দান করা হইবে। অতঃপর লোকদের উপর এমন এক সময় আসিবে যে, তাহাদের বহুসংখ্যক লোক জেহাদে যোগদান করিবে। তখন তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, তোমাদের মাঝে কি এমন কোন লোক রহিয়াছেন, যিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাহচর্য লাভ করিয়াছেন। তাহারা বলিবে, হ্যাঁ, রহিয়াছেন। তখন (উক্ত তাবেয়ীর বরকতে তাহাদিগকে বিজয় দান করা হইবে। তারপর লোকদের উপর এমন এক যমানা আসিবে যে, তাহাদের বহুসংখ্যক লোক জেহাদে যোগদান করিবে, তখন তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, তোমাদের মাঝে কি এমন কোন লোক রহিয়াছেন, যিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাহচর্য লাভকারীদের (অর্থাৎ, তাবেয়ীদের) সাহচর্য লাভ করিয়াছেন ? তাহারা বলিবে, হ্যাঁ, রহিয়াছেন। তখন তাহাদিগকে (উক্ত তবয়ে তাবেয়ীদের বরকতে) জয়যুক্ত করা হইবে। —মোত্তাঃ
মুসলিমের অপর এক রেওয়ায়তে আছে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মানুষের উপর এমন এক সময় আসিবে, তাহাদের মধ্য হইতে একটি সেনাদলকে অভিযানে পাঠান হইবে, তখন মুজাহেদগণ বলিবে, তালাশ করিয়া দেখ তো, তোমাদের মধ্যে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাহাকেও পাও নাকি ? তখন এক ব্যক্তিকে পাওয়া যাইবে। সুতরাং তাহাদিগকে জয়যুক্ত করা হইবে। পরবর্তী যুগে দ্বিতীয় আরেকটি সেনাদল পাঠান হইবে। তখন তাহারা পরস্পর বলিবে, তাহাদের মাঝে এমন কোন লোক আছেন কি, যিনি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদিগকে দেখিয়াছেন ? (তালাশ করিয়া একজন লোক পাওয়া যাইবে, তখন তাহাদিগকেও বিজয় দান করা হইবে। এর পরবর্তী সময়ে তৃতীয় সেনাদল প্রেরণ করা হইবে। তখন বলা হইবে, খোঁজ করিয়া দেখ তো তাহাদের মাঝে এমন কোন লোক আছেন কি, যিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে যিনি দেখিয়াছেন, তাহাকে দেখিয়াছেন? (অর্থাৎ, যিনি কোন তাবেয়ীকে দেখিয়াছেন।) তারপর চতুর্থ সেনাদলকে পাঠান হইবে, তখন বলা হইবে, তালাশ করিয়া দেখ। তাহাদের মাঝে এমন কোন লোক আছেন কি যিনি এমন কোন ব্যক্তিকে দেখিয়াছেন যিনি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে দর্শনকারী কোন ব্যক্তিকে দেখিয়াছেন। তখন এক ব্যক্তিকে তালাশ করিয়া পাওয়া যাইবে। সুতরাং তাহাদিগকেও তাহার কারণে জয়যুক্ত করা হইবে।
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ فَيَقُولُونَ: هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَيَقُولُونَ: نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ فَيُقَالُ: هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ فَيُقَالُ: هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ مَنْ صَاحَبَ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ . مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يُبْعَثُ مِنْهُمُ الْبَعْثُ فَيَقُولُونَ: انْظُرُوا هَلْ تَجِدُونَ فِيكُمْ أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُوجَدُ الرَّجُلُ فَيُفْتَحُ لَهُمْ بِهِ ثُمَّ يُبْعَثُ الْبَعْثُ الثَّانِي فَيَقُولُونَ: هَلْ فِيهِمْ مَنْ رَأَى أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُفْتَحُ لَهُمْ بِهِ ثُمَّ يُبْعَثُ الْبَعْثُ الثَّالِثُ فَيُقَالُ: انْظُرُوا هَلْ تَرَوْنَ فِيهِمْ مَنْ رَأَى مَنْ رَأَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ ثُمَّ يَكُونُ الْبَعْثُ الرَّابِعُ فَيُقَالُ: انْظُرُوا هَلْ تَرَوْنَ فِيهِمْ أَحَدًا رَأَى مَنْ رَأَى أَحَدًا رَأَى أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُوجَدُ الرَّجُلُ فَيُفْتَحُ لَهُم بِهِ

হাদীসের ব্যাখ্যা:

প্রথম তিন স্তরের লোক হইলেন, সাহাবী, তাবেয়ী ও তবয়ে তাবেয়ী। আর চতুর্থ স্তর হইল, যে তবয়ে তাবেয়ীকে দেখিয়াছে। অধিকাংশ রেওয়ায়তে তৃতীয় স্তর পর্যন্ত উল্লেখ আছে যে, তাঁহাদের বরকতে জয়লাভ হইবে। চতুর্থ স্তরের বর্ণনাটি সমর্থিত নহে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান