মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০০৭
প্রথম অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০০৭। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা আমার সাহাবীগণকে গাল-মন্দ করিও না। কেননা, (তাহারা এমন উচ্চ মর্যাদার অধিকারী যে,) তোমাদের কেহ যদি ওহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর রাস্তায় ব্যয় করে, তবুও তাহাদের এক মুদ কিংবা অর্ধ মুদ (যব খরচ)-এর সমান সওয়াবে পৌঁছিতে পারিবে না। মোত্তাঃ
بَاب مَنَاقِب الصَّحَابَة: الْفَصْل الأول
عَن أبي سعيدٍ الْخُدْرِيّ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نصيفه» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

الصحابة শব্দটি صاحب -এর বহুবচন। ইহার অর্থ, সঙ্গী-সাথী। সমস্ত মুহাদ্দেসীনের মতে যাঁহারা ঈমানের সহিত রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাঁহার জীবদ্দশায় দেখিয়াছেন বা তাঁহার সাহচর্য লাভ করিয়াছেন এবং ঈমানের সহিত তাঁহাদের মৃত্যু হইয়াছে, তাঁহারাই সাহাবী। —অনুবাদক

“মুদ” একটি আরবী পরিমাপ। এক মুদ সমান এক সা' বা তিন সের এগার ছটাকের এক-চতুর্থাংশ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান