মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০০৪
তৃতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০৪। নাফে' (রহঃ) হইতে বর্ণিত, হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবাইরের যুগে সৃষ্ট ফেত্নার সময় দুই ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ)-এর নিকট আসিয়া বলিল, লোকজন যাহাকিছু করিতেছে তাহা তো আপনি দেখিতেছেন। অথচ আপনি একদিকে ওমরের পুত্র এবং অপর দিকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একজন সাহাবী। এতদ্সত্ত্বেও আপনাকে (খেলাফতের দাবী লইয়া) বাহির হইতে কিসে বাধা দিতেছে? তিনি উত্তর দিলেন, ইহা আমাকে বাধা দিতেছে যে, আল্লাহ্ তা'আলা আমার উপর মুসলমান ভাইয়ের রক্ত হারাম করিয়া দিয়াছেন। তাহারা বলিল, আল্লাহ্ তা'আলা কি বলেন নাই যে, ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত তাহাদের বিরুদ্ধে লড়াই কর? ইবনে ওমর (রাঃ) বলিলেন, [রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায়] আমরা লড়াই করিয়াছি, যাহাতে ফেনা মিটিয়া যায় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আর আজ তোমরা লড়াই করিতে চাও, যাহাতে ফেতনা সৃষ্টি হয় এবং আল্লাহ্ ছাড়া অন্যের (গায়রুল্লাহ্) দ্বীন প্রতিষ্ঠিত হয়। —বুখারী
وَعَن نَافِع عَن ابْنَ عُمَرَ أَتَاهُ رَجُلَانِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَا: إِنَّ النَّاسَ صَنَعُوا مَا تَرَى وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ؟ فَقَالَ: يَمْنعنِي أنَّ اللَّهَ حرم دَمَ أَخِي الْمُسْلِمِ. قَالَا: أَلَمْ يَقُلِ اللَّهُ: [وقاتلوهم حَتَّى لَا تكونَ فتْنَة] فَقَالَ ابْنُ عُمَرَ: قَدْ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ وَكَانَ الدِّينُ لِلَّهِ وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لغيرِ اللَّهِ. رَوَاهُ البُخَارِيّ
