মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০০৫
তৃতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা তোফায়েল ইবনে আমর দাওসী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিলেন, দাউস গোত্র ধ্বংস হইয়া গিয়াছে। তাহারা আল্লাহর নাফরমানী করিয়াছে এবং ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করিয়াছে। সুতরাং আপনি তাহাদের উপর আল্লাহর কাছে বদ-দো'আ করুন। তখন লোকেরা ধারণা করিল, হুযূর (ﷺ) তাহাদের উপর বদ-দো'আ করিবেন, কিন্তু তিনি বলিলেন, হে আল্লাহ্! তুমি দাউস গোত্রকে হেদায়ত দান কর এবং তাহাদিগকে নিয়া আস (অর্থাৎ, মদীনার দিকে হিজরত করিবার তৌফীক দাও)। — মোত্তাঃ
وَعَن أبي هريرةَ قَالَ: جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وسل فَقَالَ: إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ» . مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০০৫ | মুসলিম বাংলা