মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৯৯
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৯। হযরত ওসমান ইবনে আফ্ফান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি আরবদের সহিত প্রতারণা করিবে, সে আমার শাফাআতের অন্তর্ভুক্ত হইবে না এবং আমার ভালবাসাও লাভ করিতে পারিবে না। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। হোসাইন ইবনে ওমর ব্যতীত আর কেহ ইহা বর্ণনা করেন নাই। অথচ মুহাদ্দেসীনদের কাছে তিনি নির্ভরযোগ্য নহেন।
وَعَن عُثْمَان بن عَفَّان قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّ الْعَرَبَ لَمْ يَدْخُلْ فِي شَفَاعَتِي وَلَمْ تَنَلْهُ مَوَدَّتِي» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حُصَيْنِ بْنِ عُمَرَ وَلَيْسَ هُوَ عِنْدَ أهل الحَدِيث بِذَاكَ الْقوي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৯৯ | মুসলিম বাংলা