মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৯৮
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৮। হযরত সালমান ফারেসী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিলেনঃ তুমি আমার সাথে হিংসা রাখিও না, তাহা হইলে দ্বীন-ইসলাম হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িবে। উত্তরে আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। কিরূপে আপনার সহিত হিংসা পোষণ করিতে পারি? অথচ আপনার মাধ্যমেই আল্লাহ্ তা'আলা আমাদিগকে হেদায়ত দান করিয়াছেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, আরবদের প্রতি হিংসা পোষণ করাই আমার সাথে হিংসা পোষণ করার নামান্তর। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব ।
وَعَن سلمَان قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُبْغِضُنِي فَتُفَارِقَ دِينَكَ» قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أُبْغِضُكَ وَبِكَ هَدَانَا اللَّهُ؟ قَالَ: «تُبْغِضُ الْعَرَبَ فَتُبْغِضُنِي» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
আরবদের প্রতি বিদ্বেষ ভাব রাখা নবী (ﷺ)-এর প্রতি বিদ্বেষ রাখারই শামিল। কেননা, তিনিও তাহাদের অন্তর্ভুক্ত। হযরত সালমান ছিলেন পার্শিয়ান-অনারব। সম্ভবত তাঁহার আচার-ব্যবহারে এমন কিছু প্রকাশ পাইয়াছিল। তাই তাঁহাকে সতর্ক করা হইয়াছে।
