মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৯৭
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৭। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা নবী (ﷺ) আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোন্ বংশের লোক? বলিলাম, আমি দাউস গোত্রের। তখন নবী (ﷺ) বলিলেন, দাউসের কোন ব্যক্তির মধ্যেও কল্যাণ আছে বলিয়া ইতিপূর্বে আমি ধারণা করিতাম না। – তিরমিযী
وَعَنْهُ قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِمَّنْ أَنْتَ؟ قُلْتُ: مِنْ دَوْسٍ. قَالَ: «مَا كُنْتُ أَرَى أَنَّ فِي دَوْسٍ أحدا فِيهِ خير» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে হযরত আবু হোরায়রা (রাঃ)-এর প্রশংসার মাধ্যমে দাউস গোত্র সম্পর্কে তাঁহার ইসলাম গ্রহণ করার পর ভাল ধারণা পোষণ করার ইঙ্গিত রহিয়াছে।
