মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৯৬
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৬। হযরত আব্দুর রাজ্জাক তাঁহার পিতার মাধ্যমে মিনা হইতে, আর তিনি হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসিল। আমার ধারণা লোকটি কায়স গোত্রীয়। সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! 'হিমিয়ার' গোত্রের উপর অভিসম্পাত করুন। এই কথা শুনিয়া নবী (ﷺ) মুখখানি অন্যদিকে ফিরাইয়া নিলেন। সে আবার সেইদিকে যাইয়া তাহার সম্মুখে দাড়াইল। তিনি আবার মুখখানি ফিরাইয়া নিলেন। এইবারও সে সেইদিক হইতে সম্মুখে আসিয়া দাঁড়াইল। সেইবারও তিনি মুখখানি ফিরাইয়া নিলেন। অতঃপর নবী (ﷺ) বলিলেনঃ আল্লাহ্ পাক হিমিয়ার গোত্রের প্রতি রহমত নাযিল করুন। তাহাদের মুখে রহিয়াছে সালাম এবং হাতে আছে খানা। আর তাহারা শান্তি ও ঈমানের অধিকারী। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। আমরা আব্দুর রাজ্জাক ব্যতীত আর কাহারও নিকট হইতে এই হাদীস শুনিতে পাই নাই এবং এই 'মিনা' হইতে বহু ‘মুনকার হাদীস' বর্ণিত রহিয়াছে।
وَعَن عَبْدِ الرَّزَّاقِ عَنْ أَبِيهِ عَنْ مِينَاءَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فجَاء رَجُلٌ أَحْسَبُهُ مِنْ قَيْسٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ الْعَنْ حِمْيَرًا فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ جَاءَهُ من الشقّ الآخر فَأَعْرض عَنهُ ثمَّ جَاءَهُ مِنَ الشِّقِّ الْآخَرِ فَأَعْرَضَ عَنْهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ حِمْيَرًا أَفْوَاهُهُمْ سَلَامٌ وَأَيْدِيهِمْ طَعَامٌ وَهُمْ أَهْلُ أَمْنٍ وَإِيمَانٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ ويُروى عَن ميناءَ هَذَا أَحَادِيث مَنَاكِير

হাদীসের ব্যাখ্যা:

أفواههم سلام الخ হিমিয়ার গোত্রীয় লোকদের চারিটি বিশেষ গুণ রহিয়াছে। যথা—তাহারা মানুষকে খুব বেশী বেশী সালাম করে, অভুক্ত মুসাফিরকে অকাতরে খাদ্য দান করে, অন্যকে ক্ষতি হইতে নিরাপদে রাখে এবং ঈমানে দৃঢ় রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৯৬ | মুসলিম বাংলা