মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৯৫
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৫। হযরত জাবের (রাঃ) বলেন, একদা লোকেরা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! সাকীফ গোত্রের তীর আমাগিদকে জ্বালাতন করিয়া রাখিয়াছে। সুতরাং তাহাদের জন্য আল্লাহর কাছে বদ-দো'আ করুন। তখন তিনি বলিলেনঃ হে আল্লাহ্ ! সাকীফ গোত্রকে হেদায়ত দান কর। — তিরমিযী
وَعَن جَابر قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَحْرَقَتْنَا نِبَالُ ثَقِيفٍ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ. قَالَ: «اللَّهُمَّ اهْدِ ثقيفا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
তায়েফের যুদ্ধে তাহারা খুব বেশী তীর-বর্শা নিক্ষেপ করিয়াছিল। যাহার আঘাত সামলাইতে না পারিয়া এক পর্যায়ে সাধারণ মুসলমান পলায়ন করিতে বাধ্য হইয়াছিলেন। সম্ভবত সেই সময় তাহারা এই আবেদন করেন।
