মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৯৪
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৪। এবং সহীহ্ মুসলিম শরীফে বর্ণিত আছে— হাজ্জাজ যখন হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবাইর (রাঃ)-কে শহীদ করিল, তখন তাঁহার মাতা হযরত আসমা [(রাঃ) হাজ্জাজকে লক্ষ্য করিয়া] বলিলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে বর্ণনা করিয়াছেন, সাকীফ গোত্র হইতে এক চরম মিথ্যাবাদী এবং এক রক্তপিপাসুর আবির্ভাব ঘটিবে। সুতরাং সেই জঘন্য মিথ্যাবাদী (মোখতার)-কে তো আমরা দেখিয়াছি। আর (হে হাজ্জাজ !) আমার দৃঢ় বিশ্বাস তুমিই সেই রক্ত-পিপাসু ব্যক্তি। পূর্ণ হাদীস তৃতীয় পরিচ্ছেদে বর্ণিত হইবে।
وَرَوَى مُسْلِمٌ فِي «الصَّحِيحِ» حِينَ قَتَلَ الْحَجَّاجُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ قَالَتْ أَسْمَاءَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا «أَن فِي ثَقِيف كذابا ومبيرا» فَأَما الْكذَّاب فَرَأَيْنَاهُ وَأَمَّا الْمُبِيرُ فَلَا إِخَالُكَ إِلَّا إِيَّاهُ. وَسَيَجِيءُ تَمام الحَدِيث فِي الْفَصْل الثَّالِث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৯৪ | মুসলিম বাংলা