মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০০০
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০০। হযরত তালহা ইবনে মালেকের আযাদকৃত দাসী উম্মুল হারীর বলেন, আমি আমার মনিব (তালহা)-কে বলিতে শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামতসমূহের মধ্যে একটি হইল, আরবদের ধ্বংস হওয়া। —তিরমিযী
وَعَن أم حَرِير مولاة طَلْحَة بن مَالك قَالَتْ: سَمِعْتُ مَوْلَايَ يَقُولَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «مِنِ اقْتِرَابِ السَّاعَةِ هَلَاكُ الْعَرَبِ» رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০০০ | মুসলিম বাংলা