মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৯০
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯০। হযরত আবু আমের আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ “আসদ ও আশআর” এই গোত্রদ্বয় বড়ই উত্তম। ইহারা লড়াইয়ের ময়দান হইতে পলায়ন করে না এবং আমানত বা গনীমতের মালে খেয়ানত করে না। সুতরাং তাহারা আমার দলের অন্তর্ভুক্ত আর আমি তাহাদের অন্তর্ভুক্ত। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَن أبي عَامر الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعْمَ الْحَيُّ الْأَسْدُ وَالْأَشْعَرُونَ لَا يَفِرُّونَ فِي الْقِتَالِ وَلَا يَغُلُّونَ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
“আসদ” ইয়ামন দেশের একটি গোত্র। ইহাকে “আযদ” ও বলা হয়। “তাহারা আমার”—মানে তাহারা আমার তরীকার অনুসারী। আর “আমি তাহাদের”— অর্থ, আমি তাহাদের বন্ধু।
