মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৯১
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আযদ গোত্র যমীনের উপর আল্লাহর (দ্বীনের সাহায্যকারী) আযদ। লোকেরা তাহাদিগকে হেয় করিয়া রাখিতে চায়, অথচ আল্লাহ্ তা'আলা উহার বিপরীত তাহাদিগকে উচ্চ মর্যাদায় আসীন করিতে চান। মানুষের উপর এমন এক সময় আসিবে, কোন ব্যক্তি আক্ষেপের সাথে বলিবে, হায়! আমার পিতা কিংবা বলিবে, আমার মাতা যদি আযদ বংশীয় হইতেন (তবে কতই না ভাল হইত)। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْأَزْدُ أَزْدُ اللَّهِ فِي الْأَرْضِ يُرِيدُ النَّاسُ أَنْ يَضَعُوهُمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يَرْفَعَهُمْ وَلَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَقُولُ الرَّجُلُ: يَا لَيْتَ أَبِي كَانَ أَزْدِيًا وَيَا لَيْتَ أُمِّي كَانَتْ أَزْدِيَّةً رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

আযদ গোত্রের লোকেরা, ইজ্জত ও শরাফতে, নম্রতা ও ভদ্রতায়, বীর-বাহাদুরীতে সকলের কাছে প্রসিদ্ধ ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৯১ | মুসলিম বাংলা