মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৮৯
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৮৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে আল্লাহ্! তুমি কোরাইশদের প্রথম শ্রেণীকে প্রথমে দুঃখের স্বাদ গ্রহণ করাইয়াছ, এখন তাহাদের পরবর্তী শ্রেণীকে সুখ ভোগের সুযোগ দান কর। —তিরমিযী
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَذَقْتَ أَوَّلَ قُرَيْشٍ نَكَالًا فَأَذِقْ آخِرَهُمْ نَوَالًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ কোরাইশ প্রথম অবস্থায় নবী (ﷺ)-এর সঙ্গে বিরোধিতা ও দুশমনীর কারণে বদর, ওহুদ প্রভৃতি যুদ্ধে কতল ও কয়েদ ইত্যাদি দ্বারা লাঞ্ছিত হয়। পরে সেই নবীর দো'আতেই তাহারা খেলাফত, এমারত ও দুনিয়াবী নেতৃত্ব এবং কর্তৃত্ব দ্বারা অকল্পনীয় মান-মর্যাদা হাসিল করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৮৯ | মুসলিম বাংলা