মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৮৩
প্রথম অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৮৩। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, বারজন খলীফা অতিবাহিত হওয়া পর্যন্ত ইসলাম শক্তিশালী থাকিবে। তাহারা সকলই হইবেন কোরাইশ বংশোদ্ভূত। অপর এক রেওয়ায়তে আছে মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা সঠিকভাবে চলিতে থাকিবে বারজন খলীফা অতিক্রান্ত হওয়া পর্যন্ত। তাহারা সকলেই হইবেন কোরাইশ বংশের। অপর আরেক রেওয়ায়তে আছে [নবী (ছাঃ) বলিয়াছেন,] দ্বীন-ইসলাম প্রতিষ্ঠিত থাকিবে, যে পর্যন্ত না কিয়ামত আসে এবং তাহাদের উপর বারজন খলীফার শাসন প্রতিষ্ঠিত হয়। যাহারা সকলেই হইবেন কোরাইশী। মোত্তাঃ
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ الْإِسْلَامُ عَزِيزًا إِلَى اثْنَيْ عَشَرَ خَلِيفَةً كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ» . وَفِي رِوَايَةٍ: «لَا يَزَالُ أَمْرُ النَّاسِ مَاضِيًا مَا وَلِيَهُمُ اثْنَا عَشَرَ رَجُلًا كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ» . وَفِي رِوَايَةٍ: «لَا يَزَالُ الدِّينُ قَائِمًا حَتَّى تَقُومَ السَّاعَة أَو يَكُونُ عَلَيْهِمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً كُلُّهُمْ مِنْ قُرَيْش» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
উল্লিখিত সব কয়টি হাদীসের মর্মার্থ প্রায় একই ধরনের। অবশ্য বারজন খলীফা নির্ণয়ে বিভিন্ন মত রহিয়াছে, তবে ইহার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মত এই যে, খোলাফায়ে রাশেদীন চারজন এবং অবশিষ্ট সংখ্যা কিয়ামতের পূর্বে বিভিন্ন সময়ে পূর্ণ হইবে।
