মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৮৪
প্রথম অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৮৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন গেফার গোত্র আল্লাহ্ তাহাদিগকে ক্ষমা করুন, আসলাম গোত্র আল্লাহ্ তাহাদেরকে নিরাপদে রাখুন আর উসাইয়্যা গোত্র—তাহারা তো আল্লাহ্ ও তাহার রাসুলের নাফরমানী করিয়াছে। — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
গেফার মাগফিরাত হইতে গঠিত, যাহার অর্থ “ক্ষমা।” জাহেলী যুগে এই গোত্রের লোকজন হাজীদের মাল চুরি করার অভিযোগে বদনাম ছিল। তাহাদের মধ্য হইতে প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর গেফারী প্রথমে ইসলাম গ্রহণ করেন এবং হুযূরের দো'আয় পরবর্তীতে এই গোত্রের সকলই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং গেফার নামের মর্মার্থ তাহাদের জীবনে প্রতিফলিত হয়। আর আসলাম গোত্র—তাহাদের নামের মর্মার্থ অনুযায়ী হুযূরের দোআয় বিনাযুদ্ধে ইসলাম গ্রহণ করে। এবং উসাইয়্যা শব্দের অর্থে নাফরমানী নিহিত রহিয়াছে, তাই এই নামের গোত্রের মাধ্যমে আল্লাহ্ ও তাঁহার রাসূলের এই নাফরমানী সংঘটিত হয় যে, তাহারা ষড়যন্ত্রের মাধ্যমে কারীউল কোরআন সাহাবাদের একটি দলকে নির্দ্বিধায় হত্যা করে। যে কারণে নবী (ﷺ) অতিশয় মর্মাহত হইয়া তাহাদের উক্ত নাফরমানীর কথা উল্লেখ করেন।
