মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৮২
প্রথম অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৮২। হযরত মুআবিয়া (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, এই বিষয়টি (অর্থাৎ, শাসন-কর্তৃত্ব) কোরাইশদের হাতেই থাকিবে। যতদিন তাহারা দ্বীন-ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকিবে, যে কেহ তাহাদের বিরোধিতা করিবে, আল্লাহ তা'আলা তাহাকে তাহার মুখের উপর উপুড় করিয়া নিক্ষেপ করিবেন। (অর্থাৎ, লাঞ্ছিত ও অপমানিত করিবেন।) বুখারী
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ هَذَا الْأَمْرَ فِي قُرَيْشٍ لَا يُعَادِيهِمْ أَحَدٌ إِلَّا كَبَّهُ اللَّهُ عَلَى وَجهه مَا أَقَامُوا الدّين» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৮২ | মুসলিম বাংলা