মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯২৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২৮। হযরত আবুল আ'লা হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমরা (সাহাবীগণ) নবী (ﷺ)-এর সাথে বড় একটি পাত্রে পালাক্রমে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত খানা খাইতাম। অর্থাৎ, দশজন খানা খাইয়া উঠিয়া যাইত এবং দশজন খাইতে বসিত। (আবুল আ'লা বলেন, আমরা হযরত সামুরাকে জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে এই পাত্রে খাদ্য বৃদ্ধি পাইত ? সামুরা বলিলেন, কি কারণে তুমি এত বিস্ময় প্রকাশ করিতেছ ? তিনি হাত দ্বারা আসমানের দিকে ইশারা করিয়া বলিলেন, সেই খাদ্য- পাত্রে এখান হইতেই বৃদ্ধি পাইত। —তিরমিযী ও দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي الْعَلَاءِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَدَاوَلُ مِنْ قَصْعَةٍ مِنْ غُدْوَةٍ حَتَّى اللَّيْلِ يَقُومُ عَشَرَةٌ وَيَقْعُدُ عَشَرَةٌ قُلْنَا: فَمِمَّا كَانَتْ تُمَدُّ؟ قَالَ: مِنْ أَيْ شَيْءٍ تَعْجَبُ؟ مَا كَانَت تمَدّ إِلا من هَهنا وَأَشَارَ بِيَدِهِ إِلَى السَّمَاءِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান