মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯২৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২৭। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা একটি বাঘ বকরীর রাখালের নিকটে আসিয়া (বকরীর) পাল হইতে একটি বকরী ধরিয়া লইয়া গেল। এইদিকে রাখাল উহার তালাশে বাহির হইল, শেষ পর্যন্ত সে বাঘের কবল হইতে বকরীটিকে ছিনাইয়া লইল। বর্ণনাকারী বলেন, অতঃপর বাঘটি একটি টিলার উপর উঠিল এবং লেজ গুটাইয়া বলিতে লাগিল, আমি খাদ্যের তালাশে বাহির হইয়াছিলাম, আর আল্লাহ্ তাআলাও আমাকে রিযক দান করিয়াছিলেন, অতঃপর (হে রাখাল!) তুমি আমার নিকট হইতে উহা ছিনাইয়া লইয়াছ। ইহা শুনিয়া (রাখাল) লোকটি বলিয়া উঠিল, আল্লাহর কসম! আজিকার মত এমন আশ্চর্যের ব্যাপার আর আমি কখনও দেখি নাই। ব্যাঘ্র (মানুষের ন্যায়) কথা বলিতেছে। তখন বাঘটি বলিয়া উঠিল! ইহা অপেক্ষা অধিকতর আশ্চর্যের ব্যাপার হইল, এক ব্যক্তি দুইটি পাথুরে মাঠের মাঝে খেজুর বাগানের মধ্যে অবস্থান করিতেছে। সে তোমাদিগকে অতীতে যাহা হইয়া গিয়াছে তাহা এবং পরবর্তীতে যাহাকিছু হইবে উহার সংবাদ দেয়। বর্ণনাকারী আবু হোরায়রা বলেন, উক্ত (রাখাল) লোকটি ছিল ইহুদী । সে নবী (ﷺ)-এর খেদমতে আসিয়া উক্ত ঘটনাটি বর্ণনা করিল এবং সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করিল। তাহার কথা শুনিয়া নবী (ﷺ) বলিলেনঃ লোকটি সত্য কথাই বলিয়াছে। অতঃপর নবী (ﷺ) বলিলেন, ইহা এবং ইহার মত আরও অন্যান্য বহু নিদর্শন কিয়ামতের পূর্বে সংঘটিত হইবে। তিনি আরও বলিয়াছেন, সেইদিন বেশী দূরে নয়, এমন একদিন আসিবে; কোন ব্যক্তি তাহার ঘর হইতে বাহিরে কোথাও যাইবে এবং তাহার অনুপস্থিতিতে তাহার পরিবার (স্ত্রী) কি অপকর্ম করিয়াছে, সে ফিরিয়া আসিতেই তাহার (পায়ের) জুতা ও (হাতের) লাঠি তাহাকে বলিয়া দিবে।—শরহে সুন্নাহ্
كتاب الفضائل والشمائل
وَعَن أبي هريرةَ قَالَ جَاءَ ذِئْبٌ إِلَى رَاعِي غَنَمٍ فَأَخَذَ مِنْهَا شَاةً فَطَلَبَهُ الرَّاعِي حَتَّى انْتَزَعَهَا مِنْهُ قَالَ فَصَعِدَ الذئبُ على تل فأقعى واستذفر فَقَالَ عَمَدت إِلَى رزق رزقنيه الله عز وَجل أخذتُه ثمَّ انتزعتَه مِنِّي فَقَالَ الرَّجُلُ تَاللَّهِ إِنْ رَأَيْتُ كَالْيَوْمِ ذئبا يَتَكَلَّمُ فَقَالَ الذِّئْبُ أَعْجَبُ مِنْ هَذَا رَجُلٌ فِي النَّخَلَاتِ بَيْنَ الْحَرَّتَيْنِ يُخْبِرُكُمْ بِمَا مَضَى وَبِمَا هُوَ كَائِن بعدكم وَكَانَ الرجل يَهُودِيّا فجَاء الرجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأسلم وَخَبره فَصَدَّقَهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا أَمارَة من أَمَارَاتٌ بَيْنَ يَدَيِ السَّاعَةِ قَدْ أَوْشَكَ الرَّجُلُ أَن يخرج فَلَا يرجع حَتَّى تحدثه نعلاه وَسَوْطه مَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ
হাদীসের ব্যাখ্যা:
“খেজুর বাগানে অবস্থিত ব্যক্তি” দ্বারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি ইংগিত করা হইয়াছে। কেননা, মদীনার দুই পার্শ্বে রহিয়াছে কাল পাথর ও কংকরের খোলা মাঠ। যাহাতে কিছু উৎপাদিত হয় না, আর মূল আবাদী খেজুর বাগানে পরিপূর্ণ।