মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯২৬
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা এক বেদুইন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, আমি কিভাবে বিশ্বাস করিব যে, আপনি আল্লাহর নবী? তিনি বলিলেনঃ যদি আমি খেজুরের ঐ খোসা (কান্দি বা ছড়া)-কে ডাকি এবং সে সাক্ষ্য দেয় যে, আমি আল্লাহর রাসূল! (তবে তো বিশ্বাস করিবে?) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) উহাকে ডাকিলেন। ইহাতে ঐ কান্দি খেজুরের গাছ হইতে নীচে নামিয়া আসিল এবং নবী (ﷺ)-এর সম্মুখে আসিয়া পড়িল। অতঃপর তিনি বলিলেন, ফিরিয়া যাও। তখন কান্দিটি ফিরিয়া গেল। ইহা দেখিয়া বেদুইন মুসলমান হইয়া গেল । —তিরমিযী; আর তিনি বলিয়াছেন, হাদীসটি সহীহ।
كتاب الفضائل والشمائل
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بِمَا أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ؟ قَالَ: «إِنْ دَعَوْتَ هَذَا الْعِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ يَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ» فَدَعَاهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَنْزِلُ مِنَ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «ارْجِعْ» فَعَادَ فَأَسْلَمَ الْأَعْرَابِيُّ. رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান