মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯২৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত যে, বদর যুদ্ধে নবী (ﷺ) তিনশত পনর জনকে সঙ্গে লইয়া রওয়ানা হইলেন এবং এইভাবে দো'আ করিলেন, হে আল্লাহ্! ইহারা খালি পা, সুতরাং তাহাদিগকে সওয়ারী দান কর। হে আল্লাহ্। ইহারা বস্ত্রবিহীন, ইহাদিগকে পোশাক দান কর। হে আল্লাহ্ ইহারা ক্ষুধার্ত, ইহাদিগকে পরিতৃপ্ত খাদ্য দান কর। সুতরাং আল্লাহ্ তা'আলা তাহাদিগকে (মুসলমানদিগকে) বিজয়ী করিলেন। ফলে তাহারা এমন অবস্থায় ফিরিলেন যে, তাহাদের প্রত্যেক ব্যক্তির সাথে একটি অথবা দুইটি উট ছিল এবং তাহারা পোশাক পরিহিত এবং খাদ্যে পরিতৃপ্ত। —আবু দাউদ
كتاب الفضائل والشمائل
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ بَدْرٍ فِي ثَلَاثِمِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ قَالَ: «اللَّهُمَّ إِنَّهُمْ حُفَاةٌ فَاحْمِلْهُمْ اللَّهُمَّ إِنَّهُمْ عُرَاةٌ فَاكْسُهُمْ اللَّهُمَّ إِنَّهُمْ جِيَاعٌ فَأَشْبِعْهُمْ» فَفَتَحَ اللَّهُ لَهُ فَانْقَلَبُوا وَمَا مِنْهُمْ رَجُلٌ إِلَّا وَقَدْ رَجَعَ بِجَمَلٍ أَوْ جَمَلَيْنِ وَاكْتَسَوْا وَشَبِعُوا. رَوَاهُ أَبُو دَاوُد