মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯২১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২১। হযরত বুরাইদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : (মে'রাজের রাত্রে) যখন আমরা বায়তুল মুকাদ্দাস পৌঁছিলাম, তখন হযরত জিবরাঈল আঙ্গুল দ্বারা ইশারা করিলেন, ইহাতে পাথরটির মধ্যে ছিদ্র হইয়া গেল, অতঃপর বোরাকটিকে উহার মধ্যে বাঁধিয়া রাখিলেন। —তিরমিযী
كتاب الفضائل والشمائل
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا انْتَهَيْنَا إِلَى بَيْتِ الْمَقْدِسِ قَالَ جِبْرِيل بِأُصْبُعِهِ فَخَرَقَ بِهَا الْحَجَرَ فَشَدَّ بِهِ الْبُرَاقَ» . رَوَاهُ التِّرْمِذِيّ