মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯২০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, মে'রাজের রাত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিন-পোষ ও লাগামে সজ্জিত বোরাক আনা হইল। তিনি উহাতে আরোহণ করিতে চাহিলে উহা লাফালাফি করিতে লাগিল। তখন জিবরাঈল বোরাকটিকে বলিলেন, তুমি কি মুহাম্মাদ (ছাঃ)-এর সাথে এইরূপ করিতেছ? আরে! আল্লাহর কাছে ইনি অপেক্ষা অধিক সম্মানিত কোন ব্যক্তি এই যাবত তোমার উপর আরোহণ করে নাই। বর্ণনাকারী বলেন, এই কথা শুনিয়া বোরাক (লজ্জায়) ঘর্মাক্ত হইয়া গেল। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِالْبُرَاقِ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مُلْجَمًا مُسْرجاً فاستصعب عَلَيْهِ فَقَالَ لَهُ جِبْرِيل: أَبِمُحَمَّدٍ تَفْعَلُ هَذَا؟ قَالَ: فَمَا رَكِبَكَ أَحَدٌ أَكْرَمُ عَلَى اللَّهِ مِنْهُ قَالَ: فَارْفَضَّ عَرَقًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান