মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯১৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯১৯। হযরত আলী ইবনে আবু তালিব (রাঃ) বলেন, আমি মক্কায় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। একদা আমরা মক্কার পার্শ্ববর্তী কোন অঞ্চলের দিকে বাহির হই, তখন যেই কোন পাহাড় ও গাছ-গাছালি তাঁহার সম্মুখীন হয়, তখন উহা (তাঁহাকে) “আস্সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্' বলে। —তিরমিযী ও দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَنْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَخَرَجْنَا فِي بَعْضِ نَوَاحِيهَا فَمَا اسْتَقْبَلَهُ جَبَلٌ وَلَا شَجَرٌ إِلَّا وَهُوَ يَقُولُ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ. رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান