মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯১৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯১৮। হযরত আবু মুসা (রাঃ) বলেন, একবার [রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চাচা] আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে সফরে বাহির হইলেন; আর নবী (ﷺ)ও কোরাইশ নেতৃবর্গের মধ্যে তাঁহার সাথে রওয়ানা হইলেন। যখন তাঁহারা (বুহাইরা) পাদ্রীর নিকটে পৌঁছিয়া তথায় যাত্রাবিরতি করিলেন, তখন নিজেদের সওয়ারী হইতে হাওদা ইত্যাদি সামানপত্র খুলিলেন। এমন সময় পাদ্রী তাহাদের নিকটে আসিল। কোরাইশের কাফেলা ইতিপূর্বে বহুবার এই পথে গমনাগমন করিয়াছে, অথচ পাদ্রী কখনও তাহাদের কাছে আসে নাই। বর্ণনাকারী বলেন, কাফেলার লোকেরা নিজেদের হাওদা ইত্যাদি খুলিতেছে, এমন সময় পাদ্রী তাহাদের মাঝে প্রবেশ করিল। অবশেষে সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া তাঁহার হাত ধরিয়া বলিল, ইনিই তো সমগ্র জগতের সরদার, ইনিই রাব্বুল আলামীনের রাসূল, আল্লাহ তা'আলা তাঁহাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করিবেন। তখন কোরাইশ নেতাদের কেহ কেহ তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি তাহা কিরূপে জান? পাদ্রী বলিল, যখন তোমরা পাহাড়ের পশ্চাৎ হইতে বাহির হইয়া সম্মুখে আসিয়াছ, তখন হইতে এমন কোন বৃক্ষ ও পাথর বাকী ছিল না, যাহা তাঁহাকে সজদা করে নাই। বস্তুত এই দুই জিনিস কেবলমাত্র নবীকেই সজদা করে। আর আমি তাঁহাকে মহরে নবুওত দ্বারাও চিনিতে পারিয়াছি, যাহা তাহার কাঁধের গোড়ায় নিম্নদিকে আপেলের ন্যায় রহিয়াছে। অতঃপর পাদ্রী ফিরিয়া আসিল এবং কাফেলার লোকদের জন্য খানা তৈয়ার করিল। যখন সে খানা লইয়া তাহাদের কাছে আসিল, তখন দেখিল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কাফেলার লোকদের উটগুলি চরাইতেছেন। তখন পাদ্রী তাহাদিগকে বলিল, তাঁহাকে ডাকিয়া আন। তিনি এমন অবস্থায় আসিলেন, দেখা গেল—এক খণ্ড মেঘ তাহার উপর ছায়া করিয়া রহিয়াছে। আর যখন তিনি কাফেলার লোকদের নিকটে আসিলেন, তখন দেখিলেন, লোকেরা পূর্ব হইতেই ছায়াবান স্থানগুলি দখল করিয়া ফেলিয়াছে। কিন্তু যখন তিনি বসিলেন, তখন বৃক্ষের ছায়া তাঁহার দিকে ঝুঁকিয়া পড়িল। (এই অবস্থা দেখিয়া) পাদ্রী কাফেলার লোকদিগকে বলিল, তোমরা তাকাইয়া দেখ, গাছের ছায়া তাঁহার দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। (এই সমস্ত অলৌকিক ঘটনা দেখিয়া) পাদ্রী বলিয়া উঠিল, আমি তোমাদিগকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, বল! তোমাদের মধ্যে তাঁহার অভিভাবক কে ? লোকে বলিল, আবু তালিব। অতঃপর পাদ্রী (তাঁহাকে ফেরৎ পাঠানোর জন্য) অনেকক্ষণ ধরিয়া আবু তালিবকে আল্লাহর কসম দিয়া অনুরোধ করিতে থাকে। অবশেষে আবু তালিব তাঁহাকে ফেরৎ পাঠাইয়া দিলেন আর তাঁহার সফরসঙ্গী হিসাবে হযরত আবু বকর (রাঃ) বেলালকে সঙ্গে পাঠাইয়া দিলেন। এইদিকে পথে খাওয়ার জন্য পাদ্রী তাঁহার সাথে কিছু কেক ও যয়তুনের তৈল দিল। —তিরমিযী
كتاب الفضائل والشمائل
الفصل الثاني
عَنْ أَبِي مُوسَى قَالَ: خَرَجَ أَبُو طَالِبٍ إِلَى الشَّام وَخرج مَعَه النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَشْيَاخٍ مِنْ قُرَيْشٍ فَلَمَّا أَشْرَفُوا عَلَى الرَّاهِبِ هَبَطُوا فَحَلُّوا رِحَالَهُمْ فَخَرَجَ إِلَيْهِمُ الرَّاهِبُ وَكَانُوا قَبْلَ ذَلِكَ يَمُرُّونَ بِهِ فَلَا يَخْرُجُ إِلَيْهِمْ قَالَ فَهُمْ يَحُلُّونَ رِحَالَهُمْ فَجَعَلَ يَتَخَلَّلُهُمُ الرَّاهِبُ حَتَّى جَاءَ فَأَخَذَ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَذَا سَيِّدُ الْعَالَمِينَ هَذَا رسولُ ربِّ الْعَالِمِينَ يَبْعَثُهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالِمِينَ فَقَالَ لَهُ أَشْيَاخٌ مِنْ قُرَيْشٍ مَا عِلْمُكَ فَقَالَ إِنَّكُمْ حِينَ أَشْرَفْتُمْ مِنَ الْعَقَبَةِ لَمْ يَبْقَ شَجَرٌ وَلَا حَجَرٌ إِلَّا خَرَّ سَاجِدًا وَلَا يَسْجُدَانِ إِلَّا لِنَبِيٍّ وَإِنِّي أَعْرِفُهُ بِخَاتَمِ النُّبُوَّةِ أَسْفَلَ مِنْ غُضْرُوفِ كَتِفِهِ مِثْلَ التُّفَّاحَةِ ثُمَّ رَجَعَ فَصَنَعَ لَهُمْ طَعَامًا فَلَمَّا أَتَاهُمْ بِهِ وَكَانَ هُوَ فِي رِعْيَةِ الْإِبِلِ فَقَالَ أَرْسِلُوا إِلَيْهِ فَأَقْبَلَ وَعَلَيْهِ غَمَامَةٌ تُظِلُّهُ فَلَمَّا دَنَا مِنَ الْقَوْم وجدهم قد سَبَقُوهُ إِلَى فَيْء الشَّجَرَة فَلَمَّا جَلَسَ مَالَ فَيْءُ الشَّجَرَةِ عَلَيْهِ فَقَالَ انْظُرُوا إِلَى فَيْءِ الشَّجَرَةِ مَالَ عَلَيْهِ فَقَالَ أنْشدكُمْ بِاللَّه أَيُّكُمْ وَلِيُّهُ قَالُوا أَبُو طَالِبٍ فَلَمْ يَزَلْ يُنَاشِدُهُ حَتَّى رَدَّهُ أَبُو طَالِبٍ وَبَعَثَ مَعَهُ أَبُو بَكْرٍ بِلَالًا وَزَوَّدَهُ الرَّاهِبُ مِنَ الْكَعْكِ وَالزَّيْت. (علق الشَّيْخ أَن ذكر بِلَال فِي الحَدِيث خطأ إِذْ لم يكن خلق بعد)

হাদীসের ব্যাখ্যা:

ঐতিহাসিকদের মতে তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ছিলেন দশ বার বৎসরের বালক। মক্কার এই কাফেলা সিরিয়ার অন্তর্গত ‘বুসরা' নামক স্থানে পাদ্রীর সাক্ষাৎ পাইয়াছিল। রোমীয়গণ রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিয়া চিনিতে পারিলে তাঁহাকে হত্যা করিয়া ফেলিবে, এই আশংকায় পাদ্রী তাঁহাকে মক্কায় ফেরৎ পাঠানোর জন্য আবু তালিবকে বাধ্য করিয়াছে। কেহ কেহ বলেন, হাদীসটির ঘটনা সম্পূর্ণ সহীহ বটে, কিন্তু 'আবু বকর ও বেলাল' সম্পৰ্কীয় কথাটি কোন বর্ণনাকারীর পক্ষ হইতে অসতর্কতামূলকভাবে সংযোজিত হইয়াছে। কারণ, উল্লিখিত ঘটনার সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বয়স ছিল বার বৎসর। আবু বকর ছিলেন রাসূলুল্লাহ্র দুই বৎসরের ছোট। আর সম্ভবত বেলালের তখন জন্মও হয় নাই। والله اعلم بالصواب
tahqiqতাহকীক:তাহকীক চলমান