মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯১৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯১৭। হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আমার সাহাবীদের মধ্যে অপর এক রেওয়ায়তে আছে, আমার উম্মতের মধ্যে এমন বারজন মুনাফেক রহিয়াছে, যাহারা বেহেশতে প্রবেশ করিবে না এবং উহার ঘ্রাণও তাহারা পাইবে না, যে পর্যন্ত না সূচের ছিদ্রের মধ্যে উট প্রবেশ করে। তাহাদের আট জনকে পেটের ফোড়া ধ্বংস করিবে। উহা আগুনের একটি শিখা, যাহা উহাদের ঘাড়ের মধ্যে সৃষ্টি হইবে। এমন কি উহা তাহাদের বুক বিদ্ধ করিয়া বাহির হইবে। ---মুসলিম ( গ্রন্থকার বলেন,) হযরত সাহল ইবনে সা'দ কর্তৃক বর্ণিত হাদীস لاعطين هذه الراية غدا মানাকেবে আলী এবং হযরত জাবের কর্তৃক বর্ণিত من يصعد الثنية হাদীস জামেউল মানাকের অধ্যায়ে বর্ণনা করিব ইনশাআল্লাহ্।
كتاب الفضائل والشمائل
وَعَنْ حُذَيْفَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي أَصْحَابِي وَفِي رِوَايَة قا ل: فِي أُمَّتِي اثْنَا عَشَرَ مُنَافِقًا لَا يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يَجِدُونَ رِيحَهَا حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سم الْخياط ثَمَانِيَة مِنْهُم تَكُ (فيهم الدُّبَيْلَةُ: سِرَاجٌ مِنْ نَارٍ يَظْهَرُ فِي أَكْتَافِهِمْ حَتَّى تَنْجُمَ فِي صُدُورِهِمْ . رَوَاهُ مُسْلِمٌ وَسَنَذْكُرُ حَدِيثَ سَهْلِ بْنِ سَعْدٍ: «لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ غَدًا» فِي «بَابِ مَنَاقِبِ عَلِيٍّ» رَضِيَ اللَّهُ عَنْهُ وَحَدِيثَ جَابِرٍ «مَنْ يَصْعَدُ الثَّنِيَّةَ» فِي «بَابِ جَامِعِ الْمَنَاقِبِ» إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের শব্দ الدبيلة ইহার অর্থ ছোট ফোড়া। নবী (ﷺ) নিজেই উহার ব্যাখ্যা এইভাবে দিয়াছেন যে, তাহাদের পেটের ভিতরে একটি ফোড়া জন্মিবে এবং উহা হইতে অগ্নিশিখা উঠিয়া কাঁধ ও বুকের মধ্যে দাহ সৃষ্টি করিবে। হযরত হোযাইফা বলিয়াছেন, নবী (ﷺ)-এর বর্ণনানুযায়ী তাহারা ধ্বংস হইয়াছে। হযরত হোযাইফা আরও বলিয়াছেন, তবুকের যুদ্ধে যাহারা অংশগ্রহণ করে নাই, তাহাদের মধ্যে সেই বারজন মুনাফেকও ছিল। মুসলমানগণ তবুক হইতে ফিরিয়া আসিলে ইহারা মুসলমানদের দলে ঢুকিয়া তাহাদের ক্ষতি সাধন করিতে চক্রান্ত করিয়াছিল; কিন্তু নবী (ﷺ) তাহাদের অশুভ চক্রান্ত হইতে মুসলমানদিগকে সুকৌশলে নিরাপদে রাখিয়াছেন। তাহারা কাহারা ? তাহাদের পরিচয় তিনি জানিতেন, তবে অন্য কাহাকেও তাহা বলেন নাই।