মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯২২
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২২। হযরত ইয়া'লা ইবনে মুররা সাকাফী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে তিনটি (অলৌকিক) জিনিস দেখিয়াছি। (এক) একবার আমরা তাঁহার সঙ্গে সফরে বাহির হইলাম। চলার পথে আমরা এমন একটি উটের নিকট দিয়া গমন করিতেছিলাম, যাহার দ্বারা পানি বহন করার কাজ লওয়া হয়। উটটি যখন রাসূলুল্লাহ্ (ছাঃ)-কে দেখিল, তখন সে জিরজির আওয়াজ করিয়া নিজের গর্দানটি মাটিতে রাখিল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে থামিয়া গেলেন এবং বলিলেনঃ এই উটটির মালিক কোথায়? সে তাঁহার নিকট আসিল। তিনি তাহাকে বলিলেন, তোমার এই উটটি আমার নিকট বিক্রয় করিয়া দাও। সে বলিল; বরং ইয়া রাসূলাল্লাহ্! আমি উহা আপনাকে দান করিলাম ! বস্তুত ইহা এমন এক পরিবারের লোকদের উট, যাহাদের কাছে ইহা ব্যতীত রূযী-রোযগারের
আর কিছুই নাই। অতঃপর তিনি বলিলেন, অবস্থা যখন এইরূপই, যাহা তুমি বলিয়াছ। তবে শুন ! উহা আমার কাছে এই অভিযোগ করিয়াছে যে, উহার দ্বারা অধিক কাজ লওয়া হয় এবং তাহাকে খাদ্য কম দেওয়া হয়। সুতরাং তোমরা উহার সহিত সদাচরণ করিবে। (দুই) অতঃপর আমরা সম্মুখের দিকে রওয়ানা হইলাম। অবশেষে এক জায়গায় আসিয়া আমরা অবস্থান করিলাম এবং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় ঘুমাইয়া পড়িলেন। তখন একটি বৃক্ষ যমীন ফাড়িয়া আসিয়া তাঁহার উপর ঝুঁকিয়া পড়িল। অতঃপর গাছটি তাহার পূর্বের স্থানে চলিয়া গেল । রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম হইতে জাগিয়া উঠিলে আমি তাঁহাকে এই ঘটনাটি বর্ণনা করিলাম। তখন তিনি বলিলেন, এই গাছটি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিবার জন্য নিজের রবের কাছে অনুমতি চাহিয়াছিল। সুতরাং তিনি তাহাকে অনুমতি দিয়াছিলেন। (তিন) বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা তথা হইতে সম্মুখের দিকে রওয়ানা হইলাম এবং একটি জলাশয়ের নিকট পৌঁছিলাম। তখন একজন মহিলা নবী (ছাঃ)-এর কাছে তাহার এমন একটি ছেলেকে লইয়া আসিল, যাহার মধ্যে জিনের আসর ছিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির নাকে ধরিয়া বলিলেন, “তুমি বাহির হও, আমি আল্লাহর রাসূল মুহাম্মাদ।” বর্ণনাকারী বলেন, ইহার পর আমরা আরও সম্মুখের দিকে সফর করিলাম। ফিরিবার পথে যখন আমরা উক্ত জলাশয়ের নিকটে আসিলাম, তখন নবী (ছাঃ) ঐ ছেলেটির মাকে তাহার ছেলেটির অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। সে বলিল, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য সহকারে পাঠাইয়াছেন, আপনার চলিয়া যাওয়ার পর হইতে ছেলেটির মধ্যে আমরা অপ্রীতিকর আর কিছু দেখিতে পাই নাই। —শরহে সুন্নাহ্
كتاب الفضائل والشمائل
وَعَن يعلى بن مرَّةَ الثَّقفي قَالَ ثَلَاثَةُ أَشْيَاءَ رَأَيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَه إِذ مَرَرْنَا بِبَعِير يُسْنَى عَلَيْهِ فَلَمَّا رَآهُ الْبَعِيرُ جَرْجَرَ فَوَضَعَ جِرَانَهُ فَوَقَفَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ صَاحِبُ هَذَا الْبَعِيرِ فَجَاءَهُ فَقَالَ بِعْنِيهِ فَقَالَ بَلْ نَهَبُهُ لَكَ يَا رَسُولَ اللَّهِ وَإِنَّهُ لِأَهْلِ بَيْتٍ مَا لَهُمْ مَعِيشَةٌ غَيْرُهُ قَالَ أَمَا إِذْ ذَكَرْتَ هَذَا مِنْ أَمْرِهِ فَإِنَّهُ شَكَا كَثْرَةَ الْعَمَلِ وَقِلَّةَ العلفِ فَأحْسنُوا إِلَيْهِ قَالَ ثمَّ سرنا فنزلنا مَنْزِلًا فَنَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ شَجَرَةٌ تَشُقُّ الْأَرْضَ حَتَّى غَشِيَتْهُ ثُمَّ رَجَعَتْ إِلَى مَكَانِهَا فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُكِرَتْ لَهُ فَقَالَ هِيَ شجرةٌ استأذَنَتْ ربّها عز وَجل أَنْ تُسَلِّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنَ لَهَا قَالَ ثُمَّ سِرْنَا فَمَرَرْنَا بِمَاءٍ فَأَتَتْهُ امْرَأَةٌ بِابْنٍ لَهَا بِهِ جِنَّةٌ فَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بمنخره فَقَالَ اخْرُج إِنِّي مُحَمَّد رَسُول الله قَالَ ثمَّ سرنا فَلَمَّا رَجعْنَا من سفرنا مَرَرْنَا بِذَلِكَ الْمَاءِ فَسَأَلَهَا عَنِ الصَّبِيِّ فَقَالَتْ وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا رأَينا مِنْهُ رَيباً بعْدك. رَوَاهُ فِي شرح السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯২২ | মুসলিম বাংলা