মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৫০
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৫০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁহার ভাঙ্গা দাতের প্রতি ইশারা করিয়া বলিলেন আল্লাহ্ তা'আলা সেই কওমের উপর ভীষণ রাগান্বিত, যাহারা আল্লাহর নবীর সাথে এই দুর্ব্যবহার করিয়াছে। তিনি আরও বলিয়াছেন ; সেই ব্যক্তিও আল্লাহর ভীষণ রোমানলে নিপতিত হইয়াছে, যাহাকে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় (জেহাদের ময়দানে) কতল করিয়াছেন। —মোত্তাঃ
[এই অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নাই]
[এই অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নাই]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ فَعَلُوا بِنَبِيِّهِ» يُشِيرُ إِلَى رَبَاعِيَتِهِ «اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى رَجُلٍ يَقْتُلُهُ رَسُولُ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ» . مُتَّفَقٌ عَلَيْهِ وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ: الْفَصْلِ الثَّانِي
হাদীসের ব্যাখ্যা:
যুদ্ধে নবী (ﷺ) স্বহন্তে কতল করিয়াছেন দ্বারা উবাই ইবনে খালফ-এর দিকে ইঙ্গিত করা হইয়াছে। শরীঅতের বিধানমতে শাস্তি বা কেসাস হিসাবে যাহাদেরকে নবী (ﷺ)-এর হাতে কতল করা হয় তাহারা এই ভীতির অন্তর্ভুক্ত নহে।
