মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৪৯
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, ওহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের পাশের একটি দাঁত ভাংগিয়া গিয়াছিল এবং তাঁহার মাথায় জখম হইয়াছিল। এই সময় তিনি নিজের রক্ত মুছিতে মুছিতে বলিলেনঃ সেই জাতি কি ভাবে সফল কাম হইবে, যাহারা তাহাদের নবীর মাথায় জখম করিল এবং তাঁহার একটি দাত ভাংগিয়া ফেলিল। —মুসলিম
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ وَشُجَّ رَأْسِهِ فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ وَيَقُولُ: «كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا رَأْسَ نَبِيِّهِمْ وَكَسَرُوا رَبَاعِيَتَهُ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান