মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৪৫
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪৫। হযরত উবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, যখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অহী নাযিল হইত, তখন তিনি কষ্ট অনুভব করিতেন বলিয়া মনে হইত এবং তাঁহার চেহারার বর্ণ পরিবর্তন হইয়া যাইত। অপর এক বর্ণনায় আছে—অহী নাযিল হওয়ার সময় তিনি মাথা ঝুঁকাইয়া ফেলিতেন এবং তাহার সঙ্গে উপস্থিত সাহাবীগণও (আদবের খাতিরে ) আপন আপন মাথা নত করিয়া নিতেন। অহী আসা শেষ হইলে তিনি স্বীয় মাথা উঠাইতেন।—মুসলিম
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذا نزل عَلَيْهِ الْوَحْيُ كُرِبَ لِذَلِكَ وَتَرَبَّدَ وَجْهُهُ. وَفِي رِوَايَة: نكَّسَ رأسَه ونكَّسَ أصحابُه رؤوسَهم فَلَمَّا أُتْلِيَ عَنْهُ رَفَعَ رَأْسَهُ. رَوَاهُ مُسْلِمٌ
