মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৪৪
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একদা হারেস ইবনে হেশাম রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আপনার নিকট অহী কিভাবে আসে? রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ অহী কোন সময় আমার নিকট ঘণ্টার আওয়াযের মত আসে। আর উহাই আমার পক্ষে সর্বাপেক্ষা কঠিন প্রকৃতির অহী। তবে এই অবস্থায় ফিরিশতা যাহা বলে, উহা শেষ হইতেই আমি তাহার নিকট হইতে উহা আয়ত্ত করিয়া ফেলি। আবার কোন সময় ফিরিশতা আমার কাছে মানুষের আকৃতিতে আসিয়া আমার সাথে কথা বলেন, তিনি যাহা বলেন আমি তাহা সাথে সাথেই আয়ত্ত করিয়া ফেলি। হযরত আয়েশা বলেন, বস্তুতঃ আমি প্রচণ্ড শীতের দিনেও তাহার উপর অহী নাযিল হইতে দেখিয়াছি যখন উহার অবসান হইত তখন তাহার কপাল হইতে ঘাম ঝরিয়া পড়িত। — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ عَنْهُ مَا قَالَ وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِي الْمَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ» . قَالَتْ عَائِشَةُ: وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা সোহাইলী (রহঃ) বলেন, তাঁহার উপর অহী বিভিন্ন প্রকারে নাযিল হইত। যথা— (১) স্বপ্নযোগে। (২) অন্তরের মধ্যে ফুঁকের দ্বারা। (৩) ঘণ্টার আওয়াযের মত। ইহাই ছিল নবী (ﷺ)-এর প্রতি খুব কষ্টদায়ক। (৪) ফেরেশতা মানুষের আকৃতিতে আসিয়া অহী দিয়া যাইতেন। (৫) জিবরাঈল তাঁহার ছয় শত পালকবিশিষ্ট আসল আকৃতিতে আগমন করিতেন। (৬) আল্লাহ্ পাক্ পর্দার আড়ালে থাকিয়া কথা-বার্তার মাধ্যমে অহী প্রদান করিতেন ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৪৪ | মুসলিম বাংলা