মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৪৩
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি অহী স্থগিত হওয়া সম্পর্কে রাসূ লুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছেন—একদা আমি পথে চলিতেছিলাম, এমন সময় আমি আসমানের দিক হইতে একটি আওয়ায শুনিতে পাইলাম। তখন আমি উপরে তাকাইয়া দেখি, হেরা গুহায় যিনি আমার নিকট আসিয়াছিলেন, সেই ফিরিশতা আসমান ও যমীনের মাঝখানে একটি কুরসীতে বসিয়া আছেন। তাহাকে দেখিয়া আমি ভয়ে ঘাবড়াইয়া গেলাম, এমন কি আমি মাটিতে লুটাইয়া পড়িলাম, অতঃপর (উঠিয়া) পরিবারের কাছে বাড়ীতে চলিয়া আসিলাম এবং বলিলাম: আমাকে চাদর জড়াও আমাকে চাদর জড়াও! তাহারা আমাকে চাদর জড়াইয়া দিল। এই সময় আল্লাহ্ তা'আলা নাযিল করিলেন— (অর্থাৎ) “ হে চাদর জড়ান ব্যক্তি। উঠ, আর সতর্ক কর। আর তোমার রবের মাহাত্ম্য ঘোষণা কর। তোমার কাপড় পবিত্র কর এবং অপবিত্রতা ত্যাগ কর।" ইহার পর হইতে অহী পুরোদমে একের পর এক নাযিল হইতে লাগিল মোত্তাঃ
وَعَنْ جَابِرٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْيِ قَالَ: فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَجُئِثْتُ مِنْهُ رُعْبًا حَتَّى هَوَيْتُ إِلَى الأرضِ فجئتُ أَهلِي فقلتُ: زَمِّلُونِي زَمِّلُونِي فَأنْزل اللَّهُ تَعَالَى: [يَا أيُّها الْمُدَّثِّرُ. قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ. وَثِيَابَكَ فَطَهِّرْ. وَالرجز فاهجر] ثمَّ حمي الْوَحْي وتتابع . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
الرجز সর্বপ্রকার অপবিত্রতাকে বলা হয়। তবে এই আয়াতে الرجز দ্বারা মূর্তি বুঝান হইয়াছে। কেননা, মূর্তি হইল সমস্ত অপবিত্রতার মূল।
