মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৪২
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪২। আর বুখারী অতিরিক্ত বর্ণনা করিয়াছেন, ইহাতে এইটুকু আছে যে, অহী আসা স্থগিত হওয়ায় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক চিন্তামগ্ন হইয়া পড়েন। এমন কি তিনি কয়েকবার ভোরে এই উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় উঠিয়াছিলেন যে, সেখান হইতে নিজেকে নীচে নিক্ষেপ করিবেন। যখনই তিনি নিজেকে নিক্ষেপ করিবার উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় উঠিতেন, তখনই হযরত জিবরাঈল আসিয়া তাঁহার সম্মুখে উপস্থিত হইতেন এবং বলিতেন, হে মুহাম্মাদ। আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল (ধৈর্যধারণ করুন, অস্থিরতার কিছুই নাই), তখন জিবরাঈলের আশ্বাসবাণীতে তাঁহার অস্থিরতা দূর হইয়া হৃদয়ে প্রশান্তি আসিত।
وَزَادَ الْبُخَارِيُّ: حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِيمَا بَلَغَنَا - حُزْنًا غَدَا مِنْهُ مرَارًا كي يتردَّى منْ رؤوسِ شَوَاهِقِ الْجَبَلِ فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ نَفْسَهُ مِنْهُ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا. فَيَسْكُنُ لذلكَ جأشُه وتقرُّ نفسُه
