মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৩৬
তৃতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮৩৬। অপর এক রেওয়ায়তে আছে—হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, উল্লিখিত কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) জিবরাঈলের দিকে তাকাইলেন, যেন তিনি তাহার কাছে মশওয়ারা চাহিতেছেন। তখন জিবরাঈল হাতে ইশারা করিলেন যে, আপনি বিনয় গ্রহণ করুন। কাজেই জবাবে বলিলাম; আমি “নবী এবং বান্দা” হইয়া থাকিতে চাই। হযরত আয়েশা (রাঃ) বলেন, ইহার পর হইতে রাসূলুল্লাহ্ (ﷺ) আর কখনও হেলান দিয়া খাইতেন না; বরং তিনি বলিতেন; আমি সেইভাবে খানা খাইব, যেইভাবে একজন গোলাম খায় এবং সেইভাবে বসিব যেমনিভাবে একজন গোলাম বসে। —শরহে সুন্নাহ্
وَفِي رِوَايَة ابْن عبَّاسٍ: فَالْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ كَالْمُسْتَشِيرِ لَهُ فَأَشَارَ جِبْرِيلُ بِيَدِهِ أَنْ تَوَاضَعْ. فَقُلْتُ: «نَبِيًّا عَبْدًا» قَالَتْ: فَكَانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ ذَلِكَ لَا يَأْكُلُ متكأ يَقُولُ: «آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ العبدُ» رَوَاهُ فِي «شرح السّنة»
