মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৩৭
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৩৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চল্লিশ বৎসর বয়সে নবুওত প্রদান করা হইয়াছে। ইহার পর তিনি তের বৎসর মক্কায় অবস্থান করিয়াছেন এবং তাঁহার নিকটে অহী আসিতে থাকে। অতঃপর তাঁহাকে হিজরতের নির্দেশ দেওয়া হয়। হিজরত করিয়া তিনি (মদীনায়) দশ বৎসর জীবিত ছিলেন, অবশেষে তেষট্টি বৎসর বয়সে ইনতেকাল করিয়াছেন। —মোত্তা ঃ
بَاب المبعث وبدء الْوَحْي: الْفَصْل الأول
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَرْبَعِينَ سَنَةً فَمَكَثَ بِمَكَّةَ ثلاثَ عَشْرَةَ سَنَةً يُوحَى إِلَيْهِ ثُمَّ أُمِرَ بِالْهِجْرَةِ فهاجرَ عشر سِنِينَ وَمَاتَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ سَنَةً. مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
الوحي অহীর আভিধানিক অর্থ হইল, গোপনে সংবাদ প্রদান করা। আর ব্যবহারিক বা শরীআতের পরিভাষায় মনোনীত নবীর নিকট আল্লাহর পক্ষ হইতে যে বাণী পাঠান হয় উহাকে অহী বলে।
