মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৩৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮৩৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে আয়েশা। যদি আমি চাইতাম তাহা হইলে স্বর্ণের পাহাড় আমার সঙ্গে সঙ্গে চলিত। একদা আমার কাছে একজন ফিরিশতা আসিলেন, তাহার কোমর ছিল কা'বা শরীফের সমপরিমাণ। (অর্থাৎ, প্রকাণ্ড দেহবিশিষ্ট) তিনি আসিয়া বলিলেন, আপনার রব আপনাকে সালাম জানাইয়াছেন এবং বলিয়াছেনঃ যদি আপনি ইচ্ছা করেন, তাহা হইলে “নবী এবং বান্দা হওয়া” গ্রহণ করিতে পারেন কিংবা যদি ইচ্ছা করেন, তাহা হইলে “নবী এবং বাদশাহ্ হওয়া” গ্রহণ করিতে পারেন। হুযূর (ﷺ) বলেন, যখন আমি হযরত জিবরাঈল (আঃ)-এর দিকে তাকাইলাম, তখন তিনি আমার দিকে ইংগিত করিলেন, নিজেকে নিম্নস্তরে রাখ ৷
كتاب الفضائل والشمائل
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَائِشَةُ لَوْ شِئْتُ لَسَارَتْ مَعِي جِبَالُ الذَّهَبِ جَاءَنِي مَلَكٌ وَإِنَّ حُجْزَتَهُ لَتُسَاوِي الْكَعْبَةَ فَقَالَ: إِنَّ رَبَّكَ يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ وَيَقُولُ: إِنْ شِئْتَ نَبِيًّا عَبْدًا وَإِنْ شِئْتَ نَبِيًّا مَلِكًا فَنَظَرْتُ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ فَأَشَارَ إِلَيَّ أَنْ ضَعْ نَفْسَكَ