মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৩৪
তৃতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮৩৪। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, একদা আবু জাহল নবী (ﷺ)কে বলিল, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি না (বা বলি না), তবে আমরা উহাকেই মিথ্যা মনে করি যাহা তুমি আমাদের কাছে লইয়া আসিয়াছ। (অর্থাৎ, যাহা তুমি আল্লাহর অহী বলিয়া দাবী করিতেছ।) তখন আল্লাহ্ তা'আলা সেই সমস্ত বেঈমানদের প্রসঙ্গে নাযিল করিলেনঃ (অর্থাৎ,) “ঐ সমস্ত কাফের-বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলিয়া আখ্যায়িত করে না, কিন্তু সেই সমস্ত সীমালঙ্ঘনকারী যালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে।” — তিরমিযী
وَعَنْ عَلِيٍّ أَنَّ أَبَا جَهْلٍ قَالَ لِلنَّبِيِّ صلى الله عَلَيْهِ وَسلم: إنَّا لَا نُكذِّبكَ ولكنْ نكذِّبُ بِمَا جئتَ بِهِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِمْ: [فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ ولكنَّ الظالمينَ بآياتِ اللَّهِ يَجْحَدونَ] رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৩৪ | মুসলিম বাংলা