মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮২৩
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮২৩। খারিজা ইবন হযরত যায়েদ ইবনে সাবেত (রাঃ)-এর পুত্র খারেজাহ্ বলেন, একদা কতিপয় লোক হযরত যায়েদ ইবনে সাবেতের নিকট আসিল এবং তাঁহাকে বলিল, আমাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কিছুসংখ্যক হাদীস বর্ণনা করুন। তিনি বলিলেন, আমি ছিলাম তাঁহার প্রতিবেশী, যখন তাঁহার উপরে অহী নাযিল হইত, তখন তিনি লোক পাঠাইয়া আমাকে ডাকিয়া আনিতেন, আমি তাঁহাকে উহা লিখিয়া দিতাম। হুযূর (ﷺ)-এর স্বাভাবিক অভ্যাস ছিল, যখন আমরা দুনিয়ার ব্যাপারে কোন আলোচনা করিতাম, তিনিও আমাদের সাথে সেই আলোচনায় অংশগ্রহণ করিতেন। আর যখন আমরা আখেরাত সম্পর্কে কথাবার্তা বলিতাম, তখন তিনিও আমাদের সাথে সেই আলোচনায় অংশ নিতেন এবং যখন আমরা খানা-পিনার কথা বলিতাম, তখন তিনিও আমাদের সহিত সেই আলোচনায় শামিল হইতেন। মোটকথা, উল্লিখিত সমস্ত বিষয়গুলি আমি তোমাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিতেছি। —তিরমিযী
وَعَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: دَخَلَ نَفَرٌ عَلَى زَيْدِ بْنِ ثَابِتٍ فَقَالُوا لَهُ: حَدِّثْنَا أَحَادِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نزل الْوَحْيُ بَعَثَ إِلَيَّ فَكَتَبْتُهُ لَهُ فَكَانَ إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الْآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا فَكُلُّ هَذَا أُحَدِّثُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮২৩ | মুসলিম বাংলা