মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮২৪
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮২৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন ব্যক্তির সহিত মোসাফাহা করিতেন, তখন তিনি ততক্ষণ পর্যন্ত নিজের হাতখানা সরাইয়া নিতেন না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজের হাত সরাইয়া নিত। আর তিনি সেই ব্যক্তির দিক হইতে নিজের মুখ ফিরাইয়া নিতেন না, যতক্ষণ না সে হুযূর (ﷺ)-এর দিক হইতে আপন চেহারা ফিরাইয়া নিত। আর তাঁহাকে নিজের সঙ্গে বসা লোকজনের সম্মুখে কখনও হাঁটু বাড়াইয়া বসিতে দেখা যায় নাই। – তিরমিযী
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَافَحَ الرَّجُلَ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُ يَدَهُ وَلَا يَصْرِفُ وَجْهَهُ عَنْ وَجْهِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَصْرِفُ وَجْهَهُ عَن وَجهه وَلم يُرَ مقدِّماً رُكْبَتَيْهِ بَين يَدي جليس لَهُ. رَوَاهُ التِّرْمِذِيّ
