মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮২২
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮২২। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিজেই নিজের জুতা মেরামত করিয়া লইতেন, কাপড় সেলাই করিতেন এবং ঘরের কাজ-কর্ম করিতেন, যেমন তোমাদের কেহ নিজের ঘরের কাজ-কর্ম করিয়া থাকে। হযরত আয়েশা ইহাও বলিয়াছেন যে, তিনি অন্যান্য মানুষের মত একজন মানুষই ছিলেন। নিজের কাপড়-চোপড় হইতে উকুন বাছিতেন, নিজ বকরীর দুধ দোহন করিতেন এবং নিজের কাজ নিজেই সম্পাদন করিতেন। —তিরমিযী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ وَيَخِيطُ ثَوْبَهُ وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ وَقَالَتْ: كَانَ بَشَرًا مِنَ الْبَشَرِ يَفْلِي ثَوْبَهُ وَيَحْلُبُ شَاتَهُ وَيَخْدُمُ نَفْسَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, তাঁহার মধ্যে আত্মগরিমা বলিতে কিছুই ছিল না; বরং নবী হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষের মত একান্ত ছোটখাট মামুলী ধরনের নিজের কাজ-কর্মও নিজে সম্পাদন করিতেন।
