মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮০০
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৮০০। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয় আমি আল্লাহ্ তা'আলার প্রেরিত রহমত। —দারেমী আর বায়হাকী শোআবুল ঈমান গ্রন্থে
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّمَا أَنَا رَحْمَةٌ مُهْدَاةٌ» . رَوَاهُ الدَّارِمِيُّ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, আল্লাহ্ পাক আমাকে জগদ্বাসীর হেদায়ত ও কল্যাণের জন্য রহমতস্বরূপ পাঠাইয়াছেন। সুতরাং যে ব্যক্তি উহা কবুল করিবে, সে কামিয়াবী হাসিল করিয়া নাজাত পাইবে। পক্ষান্তরে যে তাহা কবুল করিবে না সে ধ্বংস হইবে। তাই আল্লাহর ঘোষণা—
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
