মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৯৯
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৯। হযরত আনাস (রাঃ) বলেন, এক ইহুদী বালক নবী (ﷺ)-এর খেদমত করিত। একসময় সে অসুস্থ হইয়া পড়িল। তখন নবী (ﷺ) তাহার শুশ্রুষার জন্য কাছে গেলেন, তখন তিনি তাহার পিতাকে তাহার মাথার কাছে বসিয়া তওরাত পাঠ করিতে পাইলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ ওহে ইহুদী! আমি তোমাকে সেই আল্লাহ্ পাকের কসম দিয়া জিজ্ঞাস করিতেছি, যিনি হযরত মুসা (আঃ)-এর উপর তওরাত কিতাব নাযিল করিয়াছেন। তুমি কি তওরাত কিতাবে আমার পরিচিতি, আমার গুণাবলী এবং আমার আবির্ভাব ইত্যাদি সম্পর্কে কিছু পাইয়াছ? সে বলিল, না। তখন বালকটি প্রতিবাদ করিয়া বলিল, হ্যাঁ, আছে— আল্লাহর কসম; ইয়া রাসূলাল্লাহ্। নিশ্চয় আমরা তওরাত কিতাবে আপনার পরিচিতি, গুণাবলী ও আপনার আবির্ভাব ইত্যাদি সম্পৰ্কীয় বর্ণনা পাইয়াছি। “আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মা'বূদ নাই এবং নিশ্চয় আপনি আল্লাহর রাসূল।” তখন নবী (ﷺ) তাঁহার সঙ্গীদিগকে বলিলেন; এই লোকটিকে (বালকটির পিতা ইহুদীকে) ইহার মাথার নিকট হইতে উঠাইয়া দাও এবং তোমাদের (নওমুসলিম) ভাইটির যাবতীয় তত্ত্বাবধান তোমরাই কর। —বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে
وَعَنْ أَنَسٍ أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَوَجَدَ أَبَاهُ عِنْدَ رَأْسِهِ يَقْرَأُ التَّوْرَاةَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا يَهُودِيٌّ أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى هَلْ تَجِدُ فِي التَّوْرَاةِ نَعْتِي وَصِفَتِي وَمَخْرَجِي؟» . قَالَ: لَا. قَالَ الْفَتَى: بَلَى وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَجِدُ لَكَ فِي التَّوْرَاة نعتك وَصِفَتَكَ وَمَخْرَجَكَ وَإِنِّي أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّكَ رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَقِيمُوا هَذَا مِنْ عِنْدِ رَأْسِهِ وَلُوا أَخَاكُمْ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «دَلَائِل النُّبُوَّة»
